ব্যবহারকারীদের মধ্যে বিপ ডাউনলোডে হিড়িক

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে মেসেজিং অ্যাপ 'বিপ'।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ায় হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে তুরস্ক ভিত্তিক এই সেবাটি। তবে বাংলাদেশে এই অ্যাপের জনপ্রিয়তা সবাইকে ছাড়িয়ে গেছে।
গুগল প্লে-স্টোর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডের র্যাংকিং বিবেচনা করে দেখা যাচ্ছে, বিপের ডাউনলোড মাত্র একদিনের ব্যবধানে ৯২ ধাপ এগিয়ে সবার শীর্ষে উঠে এসেছে। দুটি কারণে বাংলাদেশের মানুষের মধ্যে বিপ ব্যবহারের প্রবণতা বেড়ে থাকতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রথমত, প্রাইভেসি নিয়ে মানুষ আগের চেয়ে বেশি সচেতন। বাংলাদেশেও প্রাইভেসির গুরুত্ব দেওয়া হয়। সে জন্য অনেকে বিপ ডাউনলোড করে থাকতে পারেন।দ্বিতীয়ত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হোয়াটসঅ্যাপ ছেড়ে বিপ ব্যবহারের ঘোষণা দেওয়ার কারণে একটা প্রভাব পড়তে পারে। এর জনপ্রিয়তা বেড়ে যেতে পারে।