শিরোনাম

South east bank ad

এফবিসিসিআইয়ের নির্বাচনি তফসিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

এফবিসিসিআইয়ের নির্বাচনি তফসিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ঘোষিত এফবিসিসিআইয়ের নির্বাচনের তফসিল কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্মারকে নির্বাচন প্রক্রিয়া চলমান রাখার অনুচ্ছেদটি কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল জারি করেন।

এছাড়া এফবিসিসিআইয়ের নির্বাচন বন্ধ চেয়ে রিটকারীর করা আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক কর্তৃক ৭ এপ্রিল জারিকৃত নোটিশে বলা হয়, যে সব বাণিজ্যিক সংগঠন তফসিল ঘোষণা করেছে সেগুলো নির্বাচন প্রক্রিয়া চলমান রাখতে পারবে। এরপরই এফবিসিসিআইয়ের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেই অনুযায়ী ৫ মে এই নির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে নির্বাচন বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন এফবিসিসিআইয়ের সদস্য আমির উদ্দিন দিপু।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: