সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদের অনলাইনে নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার ২০২১-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল এক অনলাইন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনসহ ট্রাস্টি সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।