আইসিএবি এবং এনএসইউর মধ্যে এমওইউ স্বাক্ষর

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল এনএসইউর সিন্ডিকেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএবির সভাপতি মাহমুদউল হাসান খসরু এফসিএ এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদের জোয়াদ্দার এফসিএ, সিইও শুভাশীষ বোস, এনএসইউর স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।