শিরোনাম

South east bank ad

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. বাসেত

 প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. বাসেত

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২২ মার্চ) এক প্রজ্ঞাপনে, এই নিয়োগাদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এই অধ্যাপককে উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

জানতে চাইলে অধ্যাপক ড. আব্দুল বাসেত বলেন, মঙ্গলবার উপাচার্য পদে যোগদান করবেন তিনি। তারপর মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে কাজ শুরু করবেন।

অধ্যাপক ড. বাসেত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি নেন। ১৯৯৬ সালে স্নাতকোত্তর ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: