ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভার্চুয়াল আলোচনা সভা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভার্চুয়াল আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাসেম।
বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ, আজিম উদ্দিন আহমেদ, আজিজ আল কায়সার, ইয়াসমীন কামাল ও তানভীর হারুন। সভায় স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, স্টু্কল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. জাবেদ বারী, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্টৃ্কতিক সংগঠনের ফ্যাকাল্টি উপদেষ্টা রুমানা হক লুভাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।