ভিকারুননিসা নূন স্কুলকে সতর্ক করল প্রতিযোগিতা কমিশন

আইন লঙ্ঘন করায় রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে সতর্ক করেছে প্রতিযোগিতা কমিশন। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের পোশাক সরবরাহের দায়িত্ব দিয়ে এই স্কুল কর্তৃপক্ষ প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে আসছিল। প্রতিযোগিতা কমিশন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করেছে।
ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ইউনিফর্ম সরবরাহের একচেটিয়া সুযোগ দিয়েছে। প্রতিযোগিতা কমিশন ওই প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম মোল্লাকে ৭৯ হাজার ৮৯৭ টাকা জরিমানা করেছে। এই জরিমানা হিসাব করা হয়েছে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে ইউনিফর্ম বিক্রির হিসাব থেকে। এই তিন বছরে প্রতিষ্ঠানটি এক কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৫৮০ টাকার পোশাক বিক্রি করেছে।
বুধবার এ আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন। সংস্থাটির চেয়ারপারসনসহ পাঁচ সদস্যের কমিশন এ আদেশ দেয়। বুধবারসহ মোট ছয় দিন এ মামলার শুনানি হয়। প্রতিযোগিতামূলক বাজার তৈরির লক্ষ্যে ২০১৮ সালের ১২ ডিসেম্বরে স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি করে প্রতিযোগিতা কমিশন। আদেশে একক প্রতিষ্ঠানকে না দিয়ে প্রতিটি ক্যাম্পাসের জন্য কমপক্ষে তিনটি প্রতিষ্ঠানকে দিয়ে শিক্ষার্থীদের পোশাক বানাতে বলা হয়েছে।