মাইলস্টোন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ উপলক্ষে প্রভাতে কলেজের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। এ সময় স্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ রিফাত আলম এবং কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম উপস্থিত ছিলেন। এরপর অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আলোচনা সভা।