জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মহান শহীদ দিবস

যথাযোগ্য মর্যাদায় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য দেওয়া হয়।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে বিভিন্ন বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এমরান পারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন এবং প্রক্টর মো. ইমামুনুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান।