শিরোনাম

South east bank ad

সাংবাদিকদের সাথে একযোগে কাজ করবে ফরিদপুর জেলা প্রশাসন: ডিসি অতুল সরকার

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন ‘সাংবাদিকদের সাথে একযোগে কাজ করবে ফরিদপুর জেলা প্রশাসন। আমরা একসাথে কাজ করতে পারলে ফরিদপুর জেলা কে ভালমতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস এ সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন।

তিনি আরো বলেন সাংবাদিকরা দেশের অনেক বড় সম্পদ। তারা তাদের লেখনীর মাধ্যমে আমাদের তথ্য তুলে ধরেন।
ফরিদপুরে প্রথমবারের মতো আয়োজিত মিট দ্য প্রেস প্রসঙ্গে বলেন এ আয়োজনে মাধ্যমে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হলো। এখন থেকে প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে ফরিদপুরে উন্নতিতে কাজ করতে পারবে।

তিনি বলেন জেলা প্রশাসন ও সাংবাদিক সম্পর্ক আরো গভীর হওয়া উচিত। আমরা অবশ্য একটা টিম হিসাবে কাজ করব এবং একে অপরের সহযোগিতা করব। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে গত এক বছরে জেলা প্রশাসনের বিভিন্ন গৃহীত কর্মসূচি সাংবাদিকদের মাঝে তুলে ধরা হয়।
তিনি আরো বলেন আজকে থেকে ফরিদপুরে এক নতুন দিগন্তের সৃষ্টি হল । ভবিষ্যতে শহর কেমন ভাবে যাবে এবং আমরা কিভাবে দেশ চালাতে পারব তার জন্য সাংবাদিকদের মূল্যবান পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মোঃ শাহজাহান, আতমা আমির আলি টুকু ,পান্না বালা, বেলাল চৌধুরী, আবুল হোসেন আজাদ, জুবায়ের জাকির, নাজিম বকাউল, সেলিম মোল্লা, মুইজুর রহমান রবি, সুমন ইসলাম, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান প্রমূখ।
সভায় জানানো হয় মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর জেলা প্রশাসক অফিস থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এবং শত সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: