নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, নরসিংদী ডায়াবেটিক সমিতি সৈয়দা ফারহানা কাউনাইন এঁর সভাপতিত্বে ১৮ নভেম্বর ২০২০খ্রি. তারিখ নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন (সহ-সভাপতি),অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ।
নরসিংদীর জনগণের স্বাস্থ্যসেবায় ডায়াবেটিক হসপিটালের অবদান অনস্বীকার্য উল্লেখ করে সভাপতি এই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন। এই লক্ষ্যে হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ স্টাফদের বেতন বৃদ্ধি, আজীবন সদস্য নিয়োগ, গঠনতন্ত্র সংশোধন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন বিষয়ক ও নবনির্মিত ডায়লাইসিস ইউনিটের চিকিৎসা কার্যক্রম শুরু করার লক্ষে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভাপতি হাসপাতালের প্রবেশমুখের রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্টদের সহযোগিতায় প্রশস্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন মর্মে জানান। তিনি হাসপাতালের ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদনসহ সুবিধাজনক সময়ে বার্ষিক সাধারণ সভা করার সিদ্ধান্ত গ্রহন করেন। সভাপতি নরসিংদী জেলায় চিকিৎসাসেবায় নরসিংদী ডায়াবেটিক হাসপাতালকে শ্রেষ্ঠ স্থান অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে তাদের কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেন।

