শিরোনাম

South east bank ad

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২০ উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

"তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়, আঁধারে ডুবিত সবই"
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২০ উপলক্ষ্যে অদ্য ৩০ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) এঁর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২০ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী, নরসিংদী ও ইসলামী ফাউন্ডেশন, নরসিংদী এর যৌথ আয়োজনে জেলা প্রশাসন, নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শেখ রফিকুল ইসলাম পিএএ, অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব জাতির পথিকৃৎ হযরত মুহাম্মদ (সা.) কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়-অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির যে সম্প্রীতির বার্তা প্রচার করেছিলেন তা যুগ যুগান্তরে বয়ে নিয়ে যেতে হবে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সকল যুগের সকল মানুষের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তি হিসেবে অভিহিত করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহানবীর জীবনী অধ্যয়ন ও বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান আহরণ এবং প্রাত্যহিক জীবনে তা প্রয়োগের জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।
এসময় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শিশুদের নিয়ে আয়োজিত হামদ/নাত, কেরাত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সম্মানিত সভাপতি।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: