শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আরও সচেতন থাকতে আহ্বান জানানো হচ্ছে

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ঢাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কঠোর লকডাউন বাস্তবায়নে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যা ব, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে।
করোনার ডেলটা ভেরিয়েন্টের কারণে সংক্রমণ ও মৃত্যুহার দুটিই ঊর্ধ্বমুখী। এদেশের জনগণ সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তাই নারায়ণগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আরও সচেতন, ঘরে থাকতে এবং পরিবারকে সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জে মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামন বেড়েই চলেছে ।গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২৩ জনের। এতে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জন।
তবে নতুন করে মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ২২৫ জনেই রয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৩৭৮ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৪৬ জনে আজ মঙ্গলবার ৬ জুলাই সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনায় মারা গেছেন ১১৪ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৯ জন, সদরে মারা গেছেন ৪৪ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৬৩ জন, বন্দরে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১হাজার ৪৩ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০০ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৮ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৫ জন এবং আড়াইহাজারে করোনায় মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীকে শনাক্ত করা হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে একজন নারী মারা যান। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করে প্রশাসন। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে আইএসপিআর। পরে নারায়ণগঞ্জ থেকে হটস্পটের তকমা তুলে নেওয়া হয়।
এছাড়া ২২ জুন ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জসহ ৭ জেলায় শুরু হয় কঠোর লকডাউন। যা ৩০ জুন পর্যন্ত বলবত থাকার কথা ছিল। এরমধ্যে গত বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই বুধবার পর্যন্ত সারাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউনে সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী তৎপর রয়েছে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: