শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছে আরো ২২’শ ৯৬টি গৃহহীন পরিবার

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছে ২ হাজার ২শ ৯৬টি গৃহহীন পরিবার। এরমধ্যে আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১৮শ ৫টি ঘরের উদ্বোধন করবেন।

শুক্রবার (১৮জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের তথ্য মতে, দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় বরাদ্ধপ্রাপ্ত গৃহের সংখ্যা ২ হাজার ২শ ৯৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৩০০টি, পীরগঞ্জ উপজেলায় ৫০০টি, রানীশংকৈল উপজেলায় ২৯৬টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় উদ্বোধন যোগ্য ১৮শ ৫টি ঘরের উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় ১০০টি, পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।

এর আগে প্রথম পর্যায়ে জেলায় ২ হাজার ০৩টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) নূর কুতুবুল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সহকারি ভূমি কমিশনার(সদর) কামরুল হাসান সোহাগ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, প্রেসক্লাব সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিতি ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: