শিরোনাম

South east bank ad

নরসিংদীতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার-২০২০

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক


নরসিংদীতে গতকাল মঙ্গলবার ১৫ জুন ২০২১ইং তারিখ শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার-২০২০-এর আয়োজন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার-২০২০ অনুষ্ঠিত হয়।
"মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নরসিংদী জেলা কার্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
ধর্মীয় মূল্যবোধের চর্চার প্রসারের লক্ষ্যে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিষ্ঠাকালীন লক্ষ্য পূরণে কার্যক্রমটিকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

h

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: