ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
ঠাকুরগাঁও জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় গতকাল শনিবার ১২ জুন ২০২১ইং তারিখ জেলার বিভিন্নস্থানে স্বাস্থ্যবিধি না মানায় ১২ টি মামলায় প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।
সম্প্রতি সময় মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক ব্যবহার ও ঘরে থাকার জন্য আহ্বান জানোনো হয়েছে।
পরিবারের সবাইকে নিয়ে সুস্থ্য থাকতে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। জনগণের স্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।