সিরাজগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সহায়তা দিলো জেলা প্রশাসন
সিরজাগঞ্জে গতকাল শনিবার ১২ জুন ২০২১ইং তারিখ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মধ্যে সহায়তা দেওয়া হয়েছে।
করোনার সংক্ররমণ রোধে মতবিনিময় সভা শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কোভিড-১৯ সংক্রমণে বিভিন্ন শ্রেণি পেশার ৮০ জন মানুষের হাতে নগদ অর্থ সহযোগীতা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ আর্থিক সহায়তা তুলে দেন।