নারায়ণগঞ্জে দুস্থ ও অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের অনুদানের চেক প্রদান
নারায়ণগঞ্জে গতকাল সোমবার সকালে ২৩ জন দুস্থ ও অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতার অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। চলমান এই সহযোগিতার জন্য দুস্থ এবং অস্বচ্ছল সংস্কৃতিসেবীরা এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধান্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা দিতে সংস্কৃতিসেবী বাছাই কার্যক্রম সংক্রান্ত এক সভার অনুষ্ঠান করা হয়। এসময় দুস্থ ও অস্বচ্ছল সংস্কৃতিসেবীর সদস্য ছাড়া আরও অনেকেই উপস্থিতি ছিলেন।