কারাবন্দীদের মাঝে ইদ উপহার বিতরণ করলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন

গতকাল নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অর্থায়নে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কারাবন্দীদের ঈদ উপহার বিতরণ করেন তিনি। কারাগারের উন্নত পরিবেশ কারাবন্দীদের কৃত আপরাধ সংশোধনের জন্য আবশ্যক উল্লেখ করে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে কারাভ্যন্তরে খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থান ও বিনামূল্যে আইনী সহায়তা প্রদানসহ কারাবন্দীদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।