মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলায় গরীব ও অসহায় দের মাঝে ঈদ উপহার বিতরণ

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবাধনে মাদারীপুর সদর উপজেলার ৮০০টি গরীব-অসহায় পরিবারের মাঝে করোনা সংকটের সময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ ওবাইদুর রহমান খান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুদ্দিন গিয়াস, উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুর সদর। উল্লেখ্য মাদারীপুর জেলার ৪টি উপজেলায় মোট ৩৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।