নাটোরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

করোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোরে ১৯৯ জন কর্মহীন শিল্পী, কলাকুশলী ও কবি-সাহিত্যিকের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে বরাদ্দ ২০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেক উপকারভোগীদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বি, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার চেয়ারম্যান উমা চৌধুরী জলি, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং উপকারভোগীদের মধ্যে অঞ্জলী রাণী রায় ও রাব্বি নেওয়াজ খান।