শিরোনাম

South east bank ad

বগুড়ায় সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

বগুড়ায় সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আজ বুধবার বগুড়া জেলার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে স্থাপিত কোভিড-১৯ রোগী ব্যবস্থাপনার জন্য লিকুইড অক্সিজেন ট্যাংক এবং জরুরী সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করেন বগুড়া জেলার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

উল্লেখ্য, আমাদের দেশের অক্সিজেন ব্যবস্থাপনা অন্য কোনো দেশের ওপর নির্ভর করে না। লিকুইড অক্সিজেনের তুলনায় গ্যাস অক্সিজেনের উৎপাদনে আমাদের সক্ষমতা অনেক বেশি। এখন দিনে ২৫০ টন গ‌্যাস অক্সিজেন উৎপাদন করা সম্ভব হচ্ছে। লিকুইড অক্সিজেন ১৫০ থেকে ২০০ টন উৎপাদন হয়। দেশে বেসরকারি খাতেও ৪০-৫০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা আছে। দেশে বর্তমানে দৈনিক অক্সিজেনের চাহিদা ১০০ থেকে ১৫০ টন মাত্র। চাহিদা দ্বিগুণ হলেও এই মুহূর্তে অক্সিজেন সংকট হবে না।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: