লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উপহার হিসেবে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য বিতরণকৃত ত্রাণের প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন তেল।