নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ পেলেন পরিবহন শ্রমিকরা

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী পরিবহন শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ ত্রাণ বিতরণ করেন। চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৩’শ পরিবহন শ্রমিকদের ত্রাণ দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় মোস্তাইন বিল্লাহ বলেন, এই খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চাই, তিনি যেন দেশের সাধারণ মানুষের সেবা দিয়ে যেতে পারেন।
এ সময় উপকারভোগী বাস চালক আব্বাস আলী জানান, কাজ না থাকায় খুব কষ্ট হচ্ছিলো। এই খাবার সামগ্রী পেয়ে উপকার হলো।
ট্যাংকলরির চালক আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই ত্রাণ দিয়ে ছেলে-মেয়েকে নিয়ে এখন একটু খেতে পাবো।