হবিগঞ্জে "জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১" পালন করলো জেলা প্রশাসন

আজ ২৫ হবিগঞ্জ এর জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক "জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১" আয়োজিত হয়। উক্ত কর্মসূচিতে শিশু কিশোর, গর্ভবতী, দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি বিষয়ক কাউন্সেলিং এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা এবং বয়স্ক ব্যক্তিদের হেলথ চেকআপ ও পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: এ কে এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, ডেপুটি সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার (সদর উপজেলা), সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য সুধীজন।