জুম কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করলেন সৈয়দা ফারহানা কাউনাইন

আজ ২৫ এপ্রিল ২০২১ করোনাভাইরাসের সংক্রমণজনিত পরিবর্তিত পরিস্থিতিতে জুম কনফারেন্সের মাধ্যমে নরসিংদীতে এপ্রিল ২০২১ মাসের জেলা ভূ-সম্পত্তি জবর দখল সংক্রান্ত সভা, জেলা নদী রক্ষা কমিটির সভা, জেলা আশ্রয়ণ প্রকল্প ও আদর্শগ্রাম প্রকল্প টাস্ক ফোর্স সংক্রান্ত সভা, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত সংক্রান্ত সভা ও জেলা মাসিক রাজস্ব সম্মেলন জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর সৈয়দা ফারহানা কাউনাইন।
কালেক্টর মহোদয় তাঁর বক্তব্যে ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি অবৈধ দখলমুক্তকরণ, ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, জেনারেল ও রেন্ট সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ত্বরান্বিতকরণসহ সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।