মাইকেল জ্যাকসনের গেটআপে চানাচুর বিক্রেতা এর পাশে দাঁড়ালেন খুলনার জেলা প্রশাসক

তিনি একজন চানাচুর বিক্রেতা। খুলনার পথে পথে বিক্রি করেন ঘটিগরম চানাচুর। কিন্তু তার চানাচুর বিপণনের পন্থাটি অভিনব। মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের গেটআপে চানাচুর বিক্রি করতে দেখা যায় তাকে। সাথে রয়েছে মাইকেল জ্যাকসনের মোহনীয় অঙ্গভঙ্গির ড্যান্স। অভিনব উপায়ে বিক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা দৃষ্টি কেড়েছে সকলের। মাইকেল জ্যাকসনের গেটআপে তার নান্দনিক নাচ দেখতে ভিড় জমান ক্রেতা থেকে পথচারী সকলে।
যাকে নিয়ে মানুষের এত আগ্রহ তিনি হচ্ছেন খুলনার দৌলতপুরের মোঃ বিল্লাল ব্যাপারী। সম্প্রতি ইউটিউবে তার মোহনীয় ভঙ্গীর একটি জ্যাকসন-ড্যান্স ভাইরাল হয়। তার এই ব্যাপারটি নজরে আসে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর।
জেলা প্রশাসক মোঃ বিল্লাল ব্যাপারী সম্পর্কে খোঁজ খবর নেন এবং আজ তাকে নিজ বাংলোতে ডাকেন। মোঃ বিল্লাল হোসেনের পেশা ও পারিবারিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার পর জেলা প্রশাসক মহোদয় তাকে নগদ অর্থ সাহায্য করেন।