নরসিংদীতে জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা

"
আজ ২০ মার্চ ২০২১ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা মোতাবেক নরসিংদীর বিভিন্ন উপজেলায় এবং জেলা শহরের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় জনসাধারণের মাঝে বিনা মূল্যে মাস্ক বিয়রণ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা পুলিশ, নরসিংদী এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।