শিরোনাম

South east bank ad

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : ফরিদপুরের জেলা প্রশাসক

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : ফরিদপুরের জেলা প্রশাসক

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ গ্রাম পর্যায়ে মানুষের সাথে নানা কাজে ওতপ্রোতভাবে জড়িত। তাই গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, সমাজের সমস্যা নির্ণয় করে সমাধানের জন্য চেষ্টা করতে হবে। মানুষের মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। মানুষ যেন গ্রাম আদালতের উপর আস্থা আনতে পারে। তিনি আজ সকালে ফরিদপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ফরিদপুর জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হজরত আলী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম আলী আহসান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন, দৈনিক প্রথম আলোর ফরিদপুর জেলা প্রতিনিধি পান্না বালা, ব্লাষ্ট সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরীসহ গ্রাম আদালতের উপকারভোগীগণ। সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পঠিত মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ সরকার ২০০৬ সালে গ্রাম আদালত আইন পাস করে যা পরে ২০১৩ সালে সংশোধিত হয়। এই আইন ইউনিয়ন পরিষদকে ছোট ছোট মামলার নিষ্পত্তি ক্ষমতা দিয়েছে। কিন্তু আদালতের মাধ্যমে বিচারের সুযোগ পাওয়া সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাব, গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। এ পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ও ত্রিপক্ষীয় অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে ফরিদপুর জেলা সহ আরও ১২ টি জেলায় ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১ ম পর্যায় প্রকল্পটি অতান্ত সফলতার সাথে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় বর্তমানে ৮১ টি ইউনিয়নের মধ্যে ৩৫ টি ইউনিয়নে প্রকল্পের অধীনে কার্যক্রম চলছে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: