সরকারি যাকাত ফান্ড হতে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত গরীব ও দুঃস্থদের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ

১৬ ফেব্রুয়ারি ২০২১ উক্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
আর্থিক সহায়তা হিসেবে সুবিধাভোগীদের অনুকূলে প্রদত্ত অর্থের যথাযথ ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুঃস্থ ও দারিদ্র্যপীড়িতদের মৌলিক চাহিদা পূরণে ও তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সচেষ্ট থাকার জন্য সমাজের সামর্থ্যবান জনগোষ্ঠীর প্রতি আহবান জানান।
পরবর্তীতে চারটি ভিন্ন খাতে ১৯ জন উপকারভোগীর মধ্যে কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত ১,৪৪,০০০ টাকা বিতরণ করা হয়।