জনস্বার্থে নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা
০৭ জানুয়ারি ২০২১ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, দন্ডবিধি ১৮৬০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) এর আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের এরূপ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।

