শিরোনাম

South east bank ad

দেড় মাসে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

দেড় মাসে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা
চলতি আমন মৌসুমে দেশের কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু নানা কৌশলে চালের দাম বাড়াচ্ছেন মিল মালিকরা। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, দেড় মাসের ব্যবধানে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা। রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ও বাদামতলী এলাকার পাইকারি চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, দেড় মাস আগে প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট চালের দাম ছিল ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৩৮-৪০ টাকা। বর্তমানে তা ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৪২-৪৫ টাকা। দেড় মাসে পাইকারিতে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা। পাশাপাশি পাইকারিতে অন্যান্য চালের দামও কেজিতে ১ থেকে দেড় টাকা বেড়েছে। এদিকে পাইকারির প্রভাবে খুচরা বাজারেও চালের দাম রয়েছে বাড়তির দিকে। ১৫ দিন আগে খুচরায় মিনিকেট চালের দাম ছিল কেজিপ্রতি ৪২-৪৪ টাকা। বর্তমানে তা ৪৬-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কেজিপ্রতি ৩২-৩৪ টাকার বিআর-২৮ (লতা নামে পরিচিত) এখন ৩৫-৩৭ টাকায় লেনদেন হচ্ছে। এছাড়া ১৫ দিন আগে প্রতি কেজি নাজিরশাইল ৪৬-৪৮ টাকার বিক্রি হলেও এখন তা ৪৮-৫২ টাকায় লেনদেন হচ্ছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের অ্যাগ্রো অর্গানিকার ব্যবস্থাপনা পরিচালক দ্বীন মোহাম্মদ স্বপন জানান, মিনিকেট চালের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। এ কারণে এ ধানের সংকট রয়েছে। এছাড়া চাল আমদানি নিরুত্সাহিত করতে সরকার ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। এদিকে চালকল মালিকরা জানিয়েছেন, এক মাসে হাইব্রিড ছাড়া অন্যান্য ধানের দাম মণপ্রতি ৭০-৮০ টাকা বেড়েছে। স্থানীয় বাজারে হাইব্রিড ধানের চাহিদা কম হওয়ায় সরকার এ চাল কিনে থাকে। চলতি আমন মৌসুমে সরকার মাত্র দুই লাখ টন ধান কেনার ঘোষণা দিয়েছে। এ কারণে মোটা ধান আবাদকারীরা লোকসানে রয়েছেন। তবে অব্যাহত রয়েছে অন্যান্য ধানের দরবৃদ্ধি। এক মাস আগে বিআর-২৮ ও বিআর-২৯ ধানের দাম ছিল প্রতি মণ ৫৫০-৫৬০ টাকা। বর্তমানে তা ৬২০-৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক মাস আগে মিনিকেট ধানের দাম ছিল মণপ্রতি ৮৬০-৯০০ টাকা, যা বর্তমানে ৯৫০-৯৮০ টাকায় লেনদেন হচ্ছে। এদিকে বর্তমানে দেশব্যাপী শুরু হয়েছে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন গুদামে চাল মজুদ রয়েছে ১১ লাখ ১৩ হাজার টন। ১৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আমন চাল সংগ্রহ হয়েছে ৯ হাজার ৮৭০ টন।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: