শিরোনাম

South east bank ad

রিটার্ন জমার শেষ দিনে কর অফিসগুলোতে ভিড়

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

দুই মাস সময় বাড়ানোর পর ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল। তাই সোমবার কর বিভাগের সার্কেল অফিসগুলো করদাতাদের ভিড় ছিলো লক্ষণীয়। আয়কর বিবরণী জমা দেয়াসহ সময় বাড়ানোর আবেদন করেছেন অনেকেই। গত রবিবার পর্যন্ত প্রায় দুই লাখ করদাতা রিটার্ন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেছে।
 
এনবিআর সূত্র জানায়, এবার রিটার্ন জমা দেয়ার হার গত বছরের তুলনায় কিছুটা কমেছে। প্রায় ৫ লাখ ৩৫ হাজার ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমা পড়েছে গত রবিবার পর্যন্ত। গত (২০১৪-১৫) অর্থবছর একই সময়ে রিটার্ন জমা পড়েছিল প্রায় ৬ লাখ ৬০ হাজার। গত অর্থবছরে সবমিলিয়ে ১১ লাখ ১০ হাজার ব্যক্তি শ্রেণীর করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর সূত্রে জানা যায়, সময় বৃদ্ধি করেও কাঙ্ক্ষিত হারে রিটার্ন জমা পড়েনি। বর্তমানে দেশে ১৭ লাখ ৫২ হাজার ই-টিআইএন ধারী রয়েছেন।
 
যারা সময় বৃদ্ধির পরেও রিটার্ন দাখিল করতে পারেনি তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে এনবিআর সূত্রে জানা যায়। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স-১৯৮৪ অনুযায়ী সময়মতো আয়কর রিটার্ন জমা না দেয়ার ফলে ১ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। সেইসাথে প্রতিদিন বিলম্বের জন্য ৫০ টাকা হারে জরিমানা গুণতে হবে। নতুন ই-টিআইএন ধারীদের সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: