শিরোনাম

South east bank ad

আগামীকাল থেকে শুরু উন্নয়ন মেলা

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

আগামীকাল থেকে শুরু উন্নয়ন মেলা
আগামীকাল রাজধানীর শিল্পকলা একাডেমী মাটে শুরু হবে উন্নয়ন মেলা-২০১৮। বর্তমান সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে দেশের প্রান্তিক জনগণসহ আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামীকাল ১১ জানুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হবে উন্নয়ন মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে ঢাকা জেলা পরিষদ এক বর্ণাঢ্য রযাা লীর আয়োজন করেছে। আগামীকাল ১১ জানুয়ারি সকাল ৮টায় অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হবে র্যােলি।
গত বছর প্রথমবারের মতো ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরতে দেশজুড়ে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় রাজধানীতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে উন্নয়ন মেলা। ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’  প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি আজ সকালে শিল্পকলা একাডেমী মাঠে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ মেলায় দেশের সব মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পৃথক পৃথক স্টল থাকবে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহ অংশ নেবে। এসব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। গত ১৩ বছরের অগ্রগতি ও উন্নয়নচিত্র তুলে ধরা হবে। সরকারি সংস্থাগুলোর সেবাসমূহ মেলাস্থল থেকে সরাসরি প্রদান করবে।
তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। দেশবরেণ্য শিল্পী-কলাকুশলীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে মেলা চলাকালীন প্রতিদিন বিকেলে। আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১০টি বিশেষ উদ্যোগ হচ্ছে- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। মেলায় এ বিষয়গুলোর উপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুজিবর রহমান, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিদুজ্জামান, অতিঃ জেলা প্রশাসক (এল এ) তানভীর আহমেদ, অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শরিফ রায়হান, জেলা প্রশাসনের এনডিসি কাজী হাফিজুল আমিন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল কাদির মিয়া, অঞ্জন কুমার সরকার।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: