শিরোনাম

South east bank ad

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সুনাম অর্জন করেছে: আইজিপি

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সুনাম অর্জন করেছে: আইজিপি
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। শুক্রবার ঝালকাঠিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে পুলিশ সফল হয়েছে। এটা বিদেশেও সুনাম অর্জন করেছে। বিকালে ঝালকাঠি পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং এবং জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে যোগ দেন আইজিপি। তিনি বলেন, কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করতে হলে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আজ সারা দুনিয়ার কাছে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ গর্ব ষোল কোটি মানুষের। তবে অজ্ঞতা ও ধর্মান্ধতার কারণে জঙ্গিবাদ ও মাদক মাথাচারা দিয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তা দূর করার আহ্বান জানান তিনি। বিকাল ৩টায় ঝালকাঠি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মান্নান রসূলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মানিক হার রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ। সভায় পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্যসহ পাঁচ হাজারের বেশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: