উন্নয়ন কাজে পুরনো গাড়িকে ছাড়

উন্নয়ন কাজে ব্যবহারের জন্য আমদানি করা ৫ বছরের বেশি পুরনো ১১৩টি গাড়ি বন্দর থেকে ছাড় করার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি সাংবাদিকদের এ তথ্য জানান।
বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাব পাঠালে মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়।
বিদ্যমান আমদানি নীতি অনুযায়ী, পাঁচ বছরের অধিক পুরনো মোটর কার, মাইক্রোবাস, মিনিবাস, জীপসহ অন্যান্য পুরনো যানবাহন ও ট্রাক্টর আমদানি করা যায় না।
নতুন করে গাড়ি আমদানি করলে উন্নয়ন ব্যয় অনেক বেড়ে যাবে এ যুক্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব।
তিনি বলেন, “মূলত টেকনিক্যাল ও একই সঙ্গে খুব দামি হওয়ায় বিশেষ বিবেচনায় এসব গাড়ি ছাড়করণের অনুমতি দেওয়া হয়েছে।”
বন্দরে আটকে থাকা গাড়িগুলো এখন অনুমতি পেয়ে খালাস করা হবে বলে জানান মাকসুদুর।