শিরোনাম

South east bank ad

সহমর্মিতা জানিয়ে মোদিকে চিঠি লিখলেন শেখ হাসিনা

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

সহমর্মিতা জানিয়ে মোদিকে চিঠি লিখলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই চিঠির কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠিতে সমবেদনা জানিয়েছেন। তিনি কোভিড-১৯ মহামারির কারণে ভারতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা ও প্রার্থনা জানান। বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন তিনি।
করোনা (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। দেশটিতে নজিরবিহীন প্রাণহানিতে শোক ও প্রার্থনা জানিয়ে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: