শিরোনাম

South east bank ad

ভারতকে জরুরি ওষুধ-চিকিৎসা সামগ্রী দেবে বাংলাদেশ

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ভারতকে জরুরি ওষুধ-চিকিৎসা সামগ্রী দেবে বাংলাদেশ

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় ভারতে জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা দেবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সেদেশের মানুষের জন্য জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট।

ভারতে মহামারি করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সংহতি জানিয়েছে। সেখানে প্রাণ বাঁচাতে যথাসাধ্য উপায়ে সহায়তা দিতে প্রস্তুত। এই দুঃসময়ে ভারতের জনগণের সঙ্গে রয়েছে বাংলাদেশ। প্রয়োজনে বাংলাদেশ আরও সহায়তা দিতে আগ্রহী।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: