শিরোনাম

South east bank ad

মশক নিধনে মসিকের ৪০০০ ব্যাঙ অবমুক্ত

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

মশক নিধনে মসিকের ৪০০০ ব্যাঙ অবমুক্ত

জৈবিক উপায়ে মশক নিধন কার্যক্রমের আওতায় আবারও চার হাজার ব্যাঙ অবমুক্ত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। রোববার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর ০২নং পুলিশ ফাঁড়ির সামনের ড্রেনে এবং শিল্পকলা একাডেমির পাশের খালে মশক লার্ভা ধ্বংসকারী চার হাজার ব্যাঙ অবমুক্ত করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু। এর আগেও সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন খাল ও ড্রেনে ছয় হাজার ব্যাঙ অবমুক্ত করা হয়।

এ সময় মসিক মেয়র জানান, জৈবিক উপায়ে মশক নিধনে বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী ব্যাঙ ছাড়াও মশক লার্ভা খেকো মাছ, আবদ্ধ জলাশয়ে হাঁস এবং মশক নিধনে সহায়ক উদ্ভিদ রোপণের পরিকল্পনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রয়েছে।

ব্যাঙ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব প্রমুখ।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: