শিরোনাম

South east bank ad

সূর্যের আলো কাজে লাগাতে বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন

 প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

সূর্যের আলো কাজে লাগাতে বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন

বেলজিয়াম ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন আসছে আগামীকাল ২৯ মার্চ থেকে। ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে ৩টা করা হবে।

এতে করে বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের সময়ের ব্যবধান কমে আসবে। বর্তমানে বাংলাদেশ বেলজিয়াম মধ্যে সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা। সময় পরিবর্তন হলে এক ঘণ্টা কমে গিয়ে তা চার ঘণ্টায় নেমে আসবে।

নিয়মানুসারে বছর শুরুর তৃতীয় মাসের শেষ দিকে এবং বছর শেষের দু’মাস আগে বেলজিয়াম সময় পরিবর্তন করা হয়। সূর্যের আলো কাজে লাগাতে প্রতি গ্রীষ্ম ও শীতে এই এক ঘণ্টার হেরফের করা হয়। শীতে এক ঘণ্টা পেছানো হয় আর গ্রীষ্মকালে বাড়ানো হয় এক ঘণ্টা।

উল্লেখ্য, ২০২০ সালের একই সময়ে দেশটিতে এক ঘণ্টা পরিবর্তন আনা হয়েছিল।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: