মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর তাৎপর্যময় বছরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় আনসার ভিডিপি একাডেমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, কমানড্যান্ট আনসার-ভিডিপি একাডেমি, উপমহাপরিচালক (প্রশাসন), উপমহাপরিচালকসহ (অপারেশনস্) বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্য।