শহিদ ডা. ফজলে রাব্বির ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
আজ ১৫ ডিসেম্বর শহিদ ডা. ফজলে রাব্বির ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিন বিকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা ডা. রাব্বিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ঐ রাতেই তাকে নির্মমভাবে হত্যা করে।
পরে ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক।
প্রথিতযশা এই প্রগতিশীল চিকিত্সকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দরিদ্রদের খাবার বিতরণ করা হবে।