আজ চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এ দিনে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে তিনি মারা যান। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা চাষী নজরুল ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের (তৎকালীন বিক্রমপুর) শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন।
তিনি ত্রিশটির মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সংগ্রাম, ভালো মানুষ, বাজিমাত, দেবদাস, চন্দ্রকথা, শুভদা, লেডি স্মাগলার, মিয়া ভাই। তিনি চলচ্চিত্র পরিচালক সমিতিতে চারবার সভাপতি নির্বাচিত হন।
চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চাষী নজরুল ইসলাম সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৪ সালে তিনি একুশে পদক পান।
কর্মসূচি : চাষী নজরুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কার্যক্রম হাতে নিয়েছে তার পরিবার, চাষী নজরুল ফাউন্ডেশন ও সুহৃদরা। কর্মসূচির মধ্যে রয়েছে রঙিন পোস্টার ও পুস্তক প্রকাশ। আজ সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সমষপুরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা হবে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এফডিসিতে আলোচনা সভা হবে ১৩ জানুয়ারি।