ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শোক
প্রণব মুখার্জির মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও সুহৃদ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে ।
প্রণব মুখার্জি বঙ্গবন্ধু পরিবারের অকৃত্রিম বন্ধু ছিলেন। বঙ্গবন্ধুর হত্যার পর তাঁর দুই কন্যা যখন দিশেহারা, অন্যদেশে আশ্রয় মেলেনি সেই সময়ে প্রণব মুখার্জি তাদের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করেন।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।