সাবেক এমপি বিএম নজরুল ইসলামের ইন্তেকাল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ বিএম নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
গত বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। বিএম নজরুল ইসলাম কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ৩৭ বছর দায়িত্ব পালন করেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন। এ ছাড়া ১৯৯৯ সালে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯-১৪ সাল পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ব্যাংকক থেকে ৪০ দিন চিকিৎসা নিয়ে ১৫ দিন আগে বাড়ি ফেরেন বিএম নজরুল ইসলাম। তার ওপেন হার্ট সার্জারি করা ছিল। গত ৫ এপ্রিল আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে ৬ এপ্রিল তাকে ভর্তি করা হয়।