শিরোনাম

South east bank ad

শরীয়তপুর-২ আসনের সাবেক এমপি ডা. জলিল আর নেই

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

শরীয়তপুর-২ আসনের সাবেক এমপি ডা. জলিল আর নেই

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য, শিক্ষাবিদ ডা. কে এ জলিল (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (০২ এপ্রিল) দুপুরে ঢাকায় নিজ বাসায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বলেন, দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে তিনি মারা যান। রোববার বাদ জোহর ভোজেশ্বর হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ডা. কে এ জলিল ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি শরীয়তপুর গোলাম হায়দার মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এছাড়া দন্ত চিকিৎসক হিসেবেও তার সুনাম ছিল।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: