সাবেক পুলিশ কর্মকর্তা ফজলে করিম এর ৭ম মৃত্যুবার্ষিকীতে কুরআন খানি ও দোয়া মাহফিল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর সম্পাদক মোঃ ইউছুফ হোসেন এর পিতা মরহুম ফজলে করিম-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপরক্ষে কুরআন খানি ও দোয়ার আয়োজন করা হয় শনিবার।
দ্বীপ জেলা ভোলার কৃতিসন্তান সাবেক এ পুলিশ কর্মকর্তা (লোকমুখে যিনি করিম দারোগা নামে পরিচিত ছিলেন) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন , ব্যবসায়িক সংগঠন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সাবেক পুলিশ কর্মকর্তা ফজলে করিমের মৃতু্যবার্ষিকীতে নিজ বাসভবনে কোরান খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পিতার আত্মার মাগফেরাত কামনায় সবার দোআ চেয়েছেন বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর সম্পাদক মোঃ ইউছুফ হোসেন।
এছাড়াও বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম-এর আঞ্চলিক অফিসের আয়োজনে শনিবার বাদ আছর স্থানীয় বাহরুলুল ঊলূম নোমানিয়া এতিমখানা মাদরাসায় কোরআন খানি, দোয়া মাহফিল ও এতিম মাদ্রসা ছাত্রদেরকে আপ্যায়িত করা হয়।