করোনায় সাবেক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এক্তাদুল ইসলাম (৫৫) মারা গেছেন।
শনিবার (১৫ মে, ২০২১) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই সহোদর পূর্বধলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাহফিজ উদ্দিন।
এক্তাদুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ মে তিনি করোনা পজেটিভ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে দ্বিতীয় বারের পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসলেও শ্বাসকষ্ট বেড়ে যায়।
তার গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।