শিরোনাম

South east bank ad

কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

কর কমিশনার মো. আলী আসগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, মো. আলী আসগর ত্রয়োদশ বিসিএসের কর কাডারের একজন মেধাবী, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন তিনি।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৫টা ১৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আসগর। তাঁর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট থানায়। এলাকায় নানাবিধ সমাজিক কল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: