খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
আজ এক শোক বার্তায় শিল্পমন্ত্রী বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ দক্ষতার সাথে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শিল্পমন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।